Advanced ENGINEERING ADMISSION PHYSICS PRIVATE BATCH by CPS
প্রতি বছর ইঞ্জিনিয়ারিং এডমিশন এ প্রিপারেশন নেয় ৪০,০০০+ শিক্ষার্থী, অথচ বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, আইইউটি মিলিয়ে মোট আসন সংখ্যা ৫২০০ এর কাছাকাছি, এর অর্থ প্রতি ৮ জনে ৭ জনকেই বাদ দিয়ে ১ জনকে বাছাই করা হয়। সৃষ্টিকর্তার নিয়ামত ছাড়াও এই বাছাই প্রক্রিয়া শুধুমাত্র একটি বিষয়ের উপর বেশি নির্ভর করে, তা হলো প্রিপারেশন। ভাল প্রিপারেশন নিয়ে কোথাউ চান্স হয়নি, এরকম উদাহরণ হয়ত হাতেগোনা।
২০২০ সালে করোনা মহামারী পরবর্তী সময়ে, ভাল প্রিপারেশন– এটাকে সংজ্ঞায়িত করা কঠিন হয়ে গেছে। অনলাইন এডুকেশনের দৌলতে এখন একদম প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরাও দেশসেরা প্রিপারেশন নিতে পারছে। আর এজন্যই দিন দিন ইঞ্জিনিয়ারিং ভর্তিতে কম্পিটিশন বাড়ছেই। এরই ধারাবাহিকতায় সিরিয়াস স্টুডেন্টরা এখন টেস্ট এক্সাম বা তার আগে থেকেও প্রিপারেশন এ কিভাবে এগিয়ে থাকা যায়, সেসব উপায় খুঁজতে থাকে।
তোমাদের ইঞ্জিনিয়ারিং ফিজিক্স এর প্রিপারেশন কে সহজ এবং গাইডেড করার জন্যই Chinmoy’s Physics Solutions নিয়ে এসেছে Advanced ENGINEERING ADMISSION PHYSICS PRIVATE BATCH,
যেখানে আমরা
- Topic by topic in depth basic
- তার সাথে সম্পর্কিত প্রব্লেম সমূহ
- এক্সাম পরিবেশে কম সময়ে প্রব্লেম গুলো সল্ভিং টেকনিক
- বাসায় প্রিপারেশন টেকনিক
সব কিছুই কভার করব। আমাদের কন্টেন্ট সমৃদ্ধ ক্লাস এবং প্র্যাকটিস প্রব্লেমগুলো সম্ভ করলে একজন স্টুডেন্ট এর ফিজিক্স নিয়ে অন্য কোথাও দৌড়াদৌড়ি করতে হবেনা আশা করছি।
Discipline, Determination and Dedication — এই 3D এর সমন্বয়ে আমার সৈনিকেরা রেডি হচ্ছে, ফিজিক্স এর ভয়কে জয় করার জন্য!